রাজধানীর দৈনিক বাংলা মোড়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুতদের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। টানা ছয় দিন ধরে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছেন চাকরিচ্যুত শতাধিক কর্মকর্তা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
ব্যাংক সূত্রে জানা যায়, ২৮ জুলাই (রোববার) থেকে চাকরিচ্যুতরা হেড অফিসের প্রবেশমুখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন। অফিসে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে ব্যাংকের কর্মকর্তাদের। কর্মীদের অনেকে বলপ্রয়োগের অভিযোগও তুলেছেন।
আন্দোলনকারীরা বলছেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যায়ভাবে চাকরিচ্যুতির প্রতিবাদে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। মানবসম্পদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এক হাজার ৪১৪ জন কর্মকর্তার মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়। এতে অকৃতকার্য ৫৪৭ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা মূলত নিয়োগ পেয়েছিলেন পূর্ববর্তী পরিচালনা পর্ষদের সময়ে, যাদের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে।
Leave a Reply