1. admin@24netnews.com : admin_news :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

মানবিক সহায়তার লাইনে গুলিতে নিহত ফিলিস্তিনি ফুটবলার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পাঠ করা হয়েছে

গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় সুলেমান ওবেইদ। বুধবার (৭ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৪০ বছর বয়সী এই ফুটবলার গাজার অবরুদ্ধ এলাকায় চলমান সেনা অভিযানের মধ্যে মানবিক সহায়তা গ্রহণের জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই তিনি ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন।

সুলেমান ওবেইদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে। জাতীয় পর্যায়ের এই ফুটবলারের জীবনাবসান কেবল দেশের জন্য নয়, বরং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের জন্যও এক বড় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

দীর্ঘ প্রায় ২৩ মাস ধরে গাজায় চলমান সহিংসতায় এবারই প্রথম কোনো ক্রীড়াবিদ নিহত হলেন এমন নয়। শুধু গত মাসেই অন্তত ৩৯ জন ক্রীড়াবিদ, স্কাউট ও যুব সংগঠক নিহত হয়েছেন। সংঘাত শুরুর পর থেকে ফিলিস্তিনের ক্রীড়া ও যুব অঙ্গনের ৬৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি