1. admin@24netnews.com : admin_news :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

ভারতের পণ্যে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করলেন ট্রাম্প

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পাঠ করা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে ভারতের পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

বুধবার (৬ আগস্ট) এ আদেশ দেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করছে।

এর আগে ঘোষিত ২৫ শতাংশ শুল্কের সঙ্গে মিলিয়ে এ শুল্ক কার্যকর হবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কয়েক দিন আগেই রাশিয়া থেকে তেল কেনার জন্য নয়াদিল্লিকে হুঁশিয়ারি দেওয়ার পর এ পদক্ষেপ নিলেন ট্রাম্প। তার সর্বশেষ নির্দেশনার পর এখন থেকে ভারতীয় পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।

হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের পর দেশটির বিরুদ্ধে আগের আরোপিত নিষেধাজ্ঞা আরও শক্তিশালী করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষের পথে না এগোন, তবে রাশিয়ার ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হবে এবং তাদের মিত্রদের ওপরও ‘সেকেন্ডারি স্যাংশন’ কার্যকর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি