ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ‘সুপার থার্টি’, ‘বাটলা হাউজ’, ‘গোস্ট স্টোরিজ’, ‘তুফান’ ও ‘ধামাকা’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
তবে তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ২০২২ সালে মুক্তি প্রাপ্ত ‘সীতা রামাম’ সিনেমাটি। বর্তমানে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম ম্রুণাল।
এবার এই অভিনেত্রীর সঙ্গে দক্ষিণী সুপারস্টার ধানুশের ‘সম্ভাব্য সম্পর্ক’র গুঞ্জন উঠেছে। এ নিয়ে ইতোমধ্যেই সরগরম নেট দুনিয়া। রোমাঞ্চ আর রহস্যে ঘেরা এই গুঞ্জনের মাঝে এবার যেন নতুন মাত্রা যোগ করলেন ম্রুণাল নিজেই।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক হেঁয়ালিপূর্ণ ভিডিও পোস্টে তিনি প্রেমে পড়া নিয়ে যা বললেন, তা যেন আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ভক্তদের। মুখে কিছু না বললেও চোখে-মুখে ধরা পড়ল অন্যরকম এক অনুভূতির ছায়া, তাহলে কি প্রেমে জড়িয়েই পড়েছেন এই অভিনেত্রী?
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ম্রুণাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, আপাতত আমার পুরো নজর রয়েছে আমার ক্যারিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। আর কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা কিনা আপাতত ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনও তা প্রকাশ করার মতো সময় আসেনি। এখন আমার কেরিয়ারটাই মুখ্য।
Leave a Reply