যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা সফলভাবে সম্পন্ন করায় এবং জুলাইয়ের ৩৬ দিনের অনুষ্ঠানমালা সুচারুরূপে শেষ করায় বাণিজ্য ও সংস্কৃতি উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি শুভেচ্ছা প্রস্তাব গৃহীত হয়।
তিনি বলেন, পরিষদ বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে শুভেচ্ছা জানিয়েছে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা সফলভাবে সম্পন্ন করেছেন। যুক্তরাষ্ট্র আমাদের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এখন আমরা আমাদের প্রতিযোগীদের তুলনায় মোটামুটি সমান বা কিছুটা ভালো অবস্থানে আছি।
Leave a Reply