দুটি বিশ্বকাপ সামনে রেখে আগামী এক বছরের জন্য নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫-২৬ মৌসুমের জন্য ঘোষিত এই চুক্তিতে সব ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো হয়েছে ৫০ শতাংশ করে।
ক্যাটাগরি ‘বি’-তে উন্নীত হয়েছেন ডায়ানা বেগ (আগে ক্যাটাগরি ‘সি’), আর রামিন শামিম গেছেন ‘সি’ ক্যাটাগরিতে (আগে ‘ডি’)। নতুনভাবে চুক্তিতে যুক্ত হয়েছেন আলিয়া রিয়াজ (বি), সিদরা নবীজ (ডি), নাতালিয়া পারভেজ (ডি) ও ওয়াহিদা আখতার (ডি)।
তরুণ প্রতিভা গড়ে তুলতে নতুনভাবে চালু করা হয়েছে ‘উদীয়মান’ বা ক্যাটাগরি ‘ই’। এখানে রয়েছৈন এখনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা ব্যাটার আইমান ফাতিমা এবং ইতোমধ্যে তিনটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলা শাওয়াল জুলফিকার। দুজনই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান স্কোয়াডে রয়েছেন।
পিসিবি জানিয়েছে, নারী ক্রিকেট দলের নির্বাচক প্যানেল ও প্রধান কোচ মোহাম্মদ ওয়াসিমের পরামর্শে সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনা করেই এই চুক্তি দেওয়া হয়েছে।
Leave a Reply