1. admin@24netnews.com : admin_news :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

নারী ফুটবলের ঐতিহাসিক অগ্রযাত্রায় বাংলাদেশকে নিয়ে ফিফার বিশেষ পোস্ট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পাঠ করা হয়েছে

নারী ফুটবলে অভাবনীয় উন্নতির সাক্ষী বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে বয়সভিত্তিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের পর এবার জাতীয় দলও ছুঁয়ে ফেলেছে ইতিহাস।

প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল, যেখান থেকে ভালো করলে মিলতে পারে নারী বিশ্বকাপে খেলার সুযোগ। র‍্যাংকিংয়েও এসেছে ২৪ ধাপে এগোনোর মত বড়সড় উন্নতি। আর এই অসাধারণ অগ্রযাত্রাকে স্বীকৃতি দিতে বাংলাদেশের নারী ফুটবল নিয়ে বিশেষ পোস্ট করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আজ (বৃহস্পতিবার) ফিফার অফিসিয়াল ফেসবুক পেইজে বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে পোস্ট দিয়েছে সংস্থাটি। সেখানে ছয়টি ফটোকার্ডের মাধ্যমে তুলে ধরা হয় বাংলাদেশ দলের সাম্প্রতিক সাফল্য, অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা।

ফিফার পোস্টে শুরুতেই বলা হয়েছে, “১০০-এর কাছাকাছি”। অর্থাৎ র‍্যাংকিংয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ নারী দল যা দেশের ফুটবলের ইতিহাসে এক মাইলফলক। উল্লেখ করা হয়, ২০২৩ সালের আগস্টে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম, সেখান থেকে মাত্র এক বছরে বিশাল লাফে উঠে এসেছে ১০৪ নম্বরে। যা বর্তমানে নারী র‍্যাংকিংয়ে সবচেয়ে বড় অগ্রগতি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি