সাংস্কৃতিক অঙ্গন নিয়ে হতাশার কথা শোনা গেল জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কণ্ঠে। সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে এসব কথা বলেন তিনি।
তার কথায়, ‘এক ধরনের দ্বন্দ্ব তো সবসময় আছেই যে ধর্মের সঙ্গে আমাদের সংস্কৃতিকে মুখোমুখি জায়গায় দাঁড় করে রাখা হয়। মানে এটা আমি জানি না কেন। রাজনৈতিক কারণে বা এটা ইচ্ছা করে করে রাখা হয় কিনা! কিন্তু আমি অনুভব করি যে সবসময় ধর্মকে এবং শিল্প সংস্কৃতিকে একটা মুখোমুখি জায়গায় রাখা হয়। ’
বাঁধন বলেন, ‘এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা সাংস্কৃতিক কাজে বাধা দিচ্ছে তারা আসলে কোন একটা ধর্মে বিশ্বাসী এবং তারা মনে করছে যে তাদের ধর্মের সঙ্গে এটা যাচ্ছে না। সুতরাং তারা বাধা দিচ্ছে। বিভিন্ন জায়গায় নাটক বন্ধ করছে। শিল্পকলায় নানান রকমের সমস্যা হয়েছে। মঞ্চ নাটকের মাঝখানে বন্ধ করে দিয়েছে। যদিও ট্যাগিং দিয়ে বন্ধ করেছে যে আওয়ামী লীগের হয়তো কেউ ছিল এই জন্য বন্ধ করেছে, কিন্তু এটা তো অন্যায়।
Leave a Reply