যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুল্ক ও বাণিজ্য নিয়ে বৈশ্বিক টানাপোড়েনের মধ্যেই রাশিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব আরও জোরালো করলো ভারত।
সোমবার (৪ আগস্ট) অ্যালুমিনিয়াম, সার, রেল পরিবহন এবং খনিশিল্প প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে রাশিয়ার সঙ্গে একটি প্রটোকল চুক্তি স্বাক্ষর করেছে নয়াদিল্লি।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বৈঠক অনুষ্ঠিত হয় ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সংস্কৃতি বিষয়ক সহযোগিতা কাঠামোর আওতায়।
ভারতের পক্ষে অধিবেশনে সভাপতিত্ব করেন শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগের (ডিপিআইআইটি) সচিব আমরদীপ সিং ভাটিয়া এবং রাশিয়ার পক্ষে ছিলেন রুশ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলেক্সেই গ্রুজদেভ।
বৈঠকে দুই দেশের পক্ষ থেকে প্রায় ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, খাতভিত্তিক বিশেষজ্ঞ ও শিল্পপ্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
Leave a Reply