1. admin@24netnews.com : admin_news :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে চীনের গ্রুপে বাংলাদেশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পাঠ করা হয়েছে

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-১৭ বালক চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর বাছাইপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ৩৮টি দেশ অংশ নিচ্ছে।

ড্র অনুযায়ী বাংলাদেশ জায়গা পেয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে স্বাগতিক দেশ চীনসহ রয়েছে আরও পাঁচটি দল বাহরাইন, তিমুর লেস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কা।

৩৮টি দলকে সাতটি গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘এ’ থেকে ‘সি’ গ্রুপে রয়েছে ছয়টি করে দল এবং ‘ডি’ থেকে ‘জি’ গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। বাংলাদেশ পড়েছে ছয় দলের ‘এ’ গ্রুপে, যেখানে প্রতিযোগিতা হবে চীনের মাটিতে।

এই বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত, সাতটি দেশে সাতটি ভেন্যুতে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বে খেলার সুযোগ পাবে, যা আগামী বছর অনুষ্ঠিত হবে সৌদি আরবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি