ভারতের উত্তরাখন্ড রাজ্যে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় এখনো পর্যন্ত পাঁচ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ধরালি গ্রামে হঠাৎ প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এর সঙ্গে পাহাড় ধসে নেমে আসে কাদা, পাথর ও জলস্রোত।
মুহূর্তেই ভেসে যায় বহু হোটেল, রিসোর্ট ও ঘরবাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কীভাবে ভয়ংকর সেই স্রোতের তোড়ে সবকিছু তছনছ হয়ে যায়।
ঘটনার পরই উদ্ধার কাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), সেনাবাহিনী ও ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)।
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান জানান, প্রায় ৪০০ পর্যটক আটকা পড়ে আছেন দুর্গম এলাকায়। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ও রাস্তা নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় স্থলপথে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। উদ্ধারকারী দলের সদস্যরা বুধবার রাত পর্যন্ত ১৯০ জনকে উদ্ধার করতে পেরেছেন।
Leave a Reply