অভিনেত্রী শ্বেতা মেননের নামে মামলা দায়ের হয়েছে। মালায়ালাম সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর নামে অশ্লীল-কুরুচিপূর্ণ চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয়ের অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আদালতের নির্দেশে মামলাটি ‘অশ্লীল বাণিজ্য (প্রতিরোধ) আইন, ১৯৫৬’-এর ধারা ৫, ৩ এবং ‘তথ্য প্রযুক্তি আইন, ২০০০’-এর ধারা ৬৭(এ)-এর অধীনে নথিভুক্ত করা হয়েছে।
হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পর গত বছরের আগস্টের মাঝামাঝি সময়ে অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টের (এএমএমএ) প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন বরেণ্য অভিনেতা মোহনলাল। এক বছর পর আগামী ১৫ আগস্ট সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্বেতা মেনন। এ অভিনেত্রীর সমর্থন সময়ের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। ধরেই নেওয়া হয়েছে, প্রথমবারের মতো সংগঠনটি নারী সভাপতি পেতে যাচ্ছে। কিন্তু নির্বাচনের কয়েক দিন আগে এই অভিনেত্রীর নামে এমন গুরুতর অভিযোগ আলোচনার জন্ম দিয়েছে।
Leave a Reply